নারী -কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা […]

Read Article →

জাতের নামে বজ্জাতি সব (*বিষের বাঁশি) – কাজী নজরুল ইসলাম

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া, ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান, তাইত বেকুব, করলি তোরা […]

Read Article →

ঈদ মোবারক- কাজী নজরুল ইসলাম

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো, কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিল ঈদ! ভূখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের, কন্টক-বনে আশ্বাস এনে গুল-বাগের, সাকীরে ”জা’মের” দিলে তাগিদ! […]

Read Article →

কৃষকের ঈদ-কাজী নজরুল ইসলাম

বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গরস্থানে। হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত- কংকাল কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল? রোজা এফতার করেছে কৃষক অশ্রু- […]

Read Article →

লিচু চোর- কাজী নজরুল ইসলাম

বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে সে কি বাস করলে তাড়া, বলি থাম একটু দাড়া। পুকুরের ঐ কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আস্তে গিয়ে য়্যাব্বড় কাস্তে নিয়ে গাছে […]

Read Article →

জাগরণী- কাজী নজরুল ইসলাম

জাগো রে তরুণ জাগো রে ছাত্রদল স্বতঃ উৎসারিত ঝর্ণাধারায় প্রায় জাগো প্রাণ-চঞ্চল ভেদ-বিভেদের গ্লানির কারা-প্রাচীর ধুলিসাৎ করি জাগো উন্নত শির জবাকুসুম-সঙ্কাশ জাগে বীর, বিধি নিষেধের ভাঙ্গো ভাঙ্গো অর্গল। ধর্ম বর্ণ […]

Read Article →

ছাত্রদলের গান- কাজী নজরুল ইসলাম

আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। মোদের         পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল। আমরা ছাত্রদল।। মোদের         আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা                শক্ত মাটী রক্তে রাঙাই বিষম চলার […]

Read Article →

কুলি-মজুর- কাজী নজরুল ইসলাম

দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ […]

Read Article →

কান্ডারী হুশিয়ার!- কাজী নজরুল ইসলাম

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান […]

Read Article →

আশীর্বাদ- কাজী নজরুল ইসলাম

আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। অনাত্বীয়রে আত্বীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনোদিন কোনো মানুষে […]

Read Article →